[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

এইচএমপিভিতে আক্রান্ত সেই নারী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫ ১১:৫১ এএম

ফাইল ছবি

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সানজিদা আক্তার (৩০) মারা গেছেন।

বুধবার রাতে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।

চিকিৎসকদের মতে, সানজিদার নিউমোনিয়া ও ভাইরাসজনিত সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে এলেও স্থূলতা ও কিডনি জটিলতা তাকে বাঁচাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

গত ১২ জানুয়ারি সানজিদার এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হয়। জানা গেছে, তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস ছিল না।

এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে পার্শ্ববর্তী একাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় সতর্কতা জারি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) জানিয়েছে, ১৪ বছরের কম বয়সি শিশু, ৬৫ বছর বা তার বেশি বয়সি ব্যক্তি, এবং দীর্ঘমেয়াদি শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপিভির প্রাদুর্ভাব বেড়েছে বলে জানানো হয়েছে। জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর