[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

জাতীয় ঐকমত্য কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫ ২:৪৭ এএম

ফাইল ছবি

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগে কমিশনের সদস্য হিসেবে রয়েছেন ছয়টি গুরুত্বপূর্ণ কমিশনের প্রধানরা।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, কমিশনের কাজ হবে ধাপে ধাপে রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা।

প্রথম ধাপে চারটি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা জমা দিয়েছে। দ্বিতীয় ধাপে এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।

এরপর তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়ন করা হবে।

চতুর্থ এবং চূড়ান্ত ধাপে এসব প্রস্তাব বাস্তবায়নের দিকে এগোনো হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে। সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই এই আলোচনা পরিচালিত হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হলো টেকসই সংস্কারের মাধ্যমে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করে তোলা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর