অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেন কমিশনগুলোর প্রধানরা।
সকাল সাড়ে ১০টার দিকে কমিশন প্রধানরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন।
এরপর তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশসহ অন্যান্য কমিশনের প্রস্তাব জমা দেওয়া হয়েছে।
প্রতিবেদন জমা দেওয়া চারটি কমিশন হলো—
১. নির্বাচন কমিশন
২. দুর্নীতি দমন কমিশন
৩. পুলিশ সংস্কার কমিশন
৪. সংবিধান সংস্কার কমিশন
প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা চলছে। বিকেল ৩টায় সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার এই চারটি সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল।
সরকারের এই উদ্যোগকে দেশের নীতিনির্ধারণী কাঠামোতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: