আগামী ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক।
এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অফিসের প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান।
মাহফুজ আলম বলেন, "আলোচনার স্থান এখনও চূড়ান্ত হয়নি। তবে খসড়া ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।"
এ সময় জাতীয় পার্টি এবং বামদলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান আমাদের কাছে পরিষ্কার। তাদের এখনও কোনো বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, তাই তাদের সঙ্গে ঘোষণাপত্র বিষয়ে আলোচনা করা যুক্তিযুক্ত মনে করছি না। তবে, যেসব বামদল সরাসরি গণঅভ্যুত্থানে সহায়তা করেছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আরও আলোচনা হবে।"
এর আগে, ১০ জানুয়ারি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, "সরকার ঘোষণাপত্র তৈরি করবে না, তবে সরকার এই প্রক্রিয়াকে সহায়তা করছে। ঘোষণাপত্রটি সবার ঐকমত্যের ভিত্তিতে তৈরি হবে।"
এদিকে, ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিল। এর ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে এবং প্রশ্ন তোলা হয়, কেন হঠাৎ এ ধরনের ঘোষণা সামনে আসলো এবং এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে। তবে, অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানায়, এই উদ্যোগের সঙ্গে সরকার কোনোভাবে জড়িত নয়। কিন্তু ৩০ ডিসেম্বর রাতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: