সরকার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ৫৯ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে নন-ক্যাডার পদে সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী এই পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সহকারী সচিব (নন-ক্যাডার) পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী পরবর্তীতে তাদের উপযুক্ত পদে পদায়ন করা হবে।
তালিকাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এসআর
মন্তব্য করুন: