[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

শীত বাড়বে কবে থেকে? জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫ ১০:৫৭ এএম

ফাইল ছবি

পৌষ মাস শেষের পথে, দরজায় কড়া নাড়ছে মাঘ মাস।

দেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা হঠাৎ বেড়ে গেছে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাঘ মাসের প্রথম দিন থেকেই শীতের তীব্রতা আবার বাড়তে পারে।

সোমবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য জানান আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার (১৪ জানুয়ারি) উত্তরাঞ্চলের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

তবে একই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। বুধবার মাঘের শুরুতে আবারও তাপমাত্রা হ্রাস পাবে। যদিও তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম।

হাফিজুর রহমান আরও জানান, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। শীতের সময় হিসেবে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। দেশের বিভিন্ন স্থানে এখনো আকাশে মেঘ রয়েছে। মেঘ কেটে গেলে শীতের প্রকোপ বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মঙ্গলবার পঞ্চগড়ে তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এতে শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভ্যানচালক, দিনমজুর, পাথর শ্রমিক, ও চা শ্রমিকদের কাজে বাধা পড়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

উত্তরের জনপদে তাপমাত্রা কমায় শীতের তীব্রতা বাড়লেও রাজধানীসহ দেশের অন্যান্য এলাকায় শীতের প্রকোপ কিছুটা কম। তবে মাঘের শুরুতেই নতুন করে শীতের প্রকোপ বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর