রাজউক থেকে নিয়মবহির্ভূতভাবে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক, এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তিনটি পৃথক মামলা দায়ের করেছে।
সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাগুলো দায়ের করা হয়, যা নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলাগুলোর মধ্যে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অন্য মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি মামলায় ১২ থেকে ১৩ জন আসামি রয়েছেন।
এটির আগে, ১২ জানুয়ারি দুদক শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা জমির প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিল। মামলার এজাহারে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার প্লটটি সায়মা ওয়াজেদের নামে বরাদ্দ নিয়ে, তার বাস্তব দখল ও রেজিস্ট্রি মূলে সেই প্লট গ্রহণ করেন, যদিও তিনি প্লট পাওয়ার যোগ্য ছিলেন না।
মূল অভিযোগে বলা হয়, সরকারের বিশেষ ক্ষমতা ব্যবহার করে রাজউক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক জোনের প্লট বরাদ্দের সুযোগ নেন। এতে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে মোট ৬টি প্লট বরাদ্দ হয়।
দুদক গত ২৭ ডিসেম্বর এই বিষয়টির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল এবং ৩০০ মিলিয়ন ডলার (৩০ হাজার কোটি টাকা) পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইভাবে, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে কোটি কোটি ডলার দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে দুদক। তবে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, এসব অভিযোগ 'সম্পূর্ণ ভিত্তিহীন' এবং প্রমাণ দিলে দুদকের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: