[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

পাঁচ দেশের বাংলাদেশ মিশন থেকে পাঁচ কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫ ৯:৩৮ পিএম

ফাইল ছবি

পাঁচটি দেশের বাংলাদেশ মিশনে কর্মরত পাঁচ কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তাদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফেরার অনুরোধ করা হয়েছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন: পাকিস্তান: ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. তৈয়ব আলী

মালয়েশিয়া: কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ

সংযুক্ত আরব আমিরাত: দুবাই কনস্যুলেট জেনারেলে প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান

সৌদি আরব: রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান

জাপান: টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কর্মকর্তাদের দেশে ফিরে নতুন পদায়নের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর