জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ জনের মরদেহ এখনো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মর্গে রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অশনাক্ত এসব মরদেহের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শুক্রবার সকালে সেলের একটি দল শাহবাগ থানায় যায়।
থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেন যে, লাশগুলো ঢামেক ফরেনসিক মর্গে রাখা হয়েছে। পরে সেলটির সদস্যরা মর্গে গিয়ে মরদেহগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লাশগুলোর পরিচয় ও প্রাপ্ত তথ্য নিম্নরূপ:
অজ্ঞাতনামা পুরুষ (২০)
অজ্ঞাতনামা পুরুষ (২৫)
অজ্ঞাতনামা পুরুষ (২২)
অজ্ঞাতনামা মহিলা (৩২)
অজ্ঞাতনামা পুরুষ (৩০)
এনামুল (২৫)
ময়নাতদন্তে দেখা গেছে, পাঁচজনের মৃত্যুর কারণ আঘাতজনিত, আর এনামুলের মৃত্যু হয়েছে উপর থেকে নিচে পড়ে। লাশগুলোর ডিএনএ নমুনা এবং পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে।
শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে, লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। তবে মরদেহগুলো কবে এবং কোন পরিস্থিতিতে আনা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, মরদেহগুলো শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিতে।
যেকোনো পরিবারের সদস্য, যাঁদের নিকটজন নিখোঁজ রয়েছেন, তাঁদের সংগঠনের বিশেষ সেলের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ নম্বর: ০১৬২১৩২৪১৮৭।
এসআর
মন্তব্য করুন: