জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেন, ঘোষণাপত্র তৈরিতে কিছুটা সময় লাগবে, তবে অযথা বিলম্ব করা হবে না।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জুলাই আন্দোলনের কর্মসূচি অনুযায়ী, এই ঘোষণাপত্রকে ‘আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র’ হিসেবে দাবি করা হয়েছিল। সারা দেশ থেকে ছাত্র-জনতাকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়।
এ কর্মসূচির মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘অপ্রাসঙ্গিক’ হিসেবে চিহ্নিত করার পাশাপাশি ১৯৭২ সালের সংবিধানের সংশোধনেরও দাবি তোলা হয়।
এই বিষয়ে শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। তবে পরে সরকার পক্ষ থেকে একই ধরনের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
এ প্রসঙ্গে ৩০ ডিসেম্বর গভীর রাতে জরুরি বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্রে তাদের সমর্থন থাকবে।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সরকারের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, তা শিক্ষার্থীদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়িত হবে। তবে যথাযথ পরিকল্পনা ছাড়া তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
এই কর্মসূচি ও ঘোষণাপত্র নিয়ে শিক্ষার্থী মহল এবং রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।
এসআর
মন্তব্য করুন: