জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে, কবে এবং কীভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জুলাই ঘোষণাপত্র প্রকাশে কিছুটা দেরি হতে পারে, তবে এটি খুব বেশি দেরি হবে না।"
তিনি আরও বলেন, "আগামী সপ্তাহ থেকে সরকার প্রোক্লেমেশন ইস্যু নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে। প্রোক্লেমেশনে ফ্যাসিবাদ বিরোধী সবার অবদান স্বীকার করা হবে। এছাড়া ৭২-এর সংবিধান নিয়ে সবার সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করা হবে।"
মাহফুজ আলম জানান, জুলাই প্রোক্লেমেশন নিয়ে সকল পক্ষের সঙ্গে আলোচনা করা হবে, এবং এটি শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে নয়, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, "সরকার নিজে কোনো ঘোষণা দেবে না, এটি শিক্ষার্থীসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।"
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ১৫ জানুয়ারির দাবি ছিল, তবে সরকারকে সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে এবং এর জন্য কিছু সময় বৃদ্ধি হতে পারে। তবে, "খুব বেশি দেরি হবে না।" তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের সময়সীমার মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে।
মাহফুজ আলম বলেন, "আমরা অনেকের সঙ্গে ইনফরমালি আলোচনা করেছি, তবে আনুষ্ঠানিক আলোচনা আগামী সপ্তাহ থেকে শুরু হবে। রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে, ঘোষণাপত্রে গত ১৬ বছরে যারা রাজনৈতিকভাবে নিপীড়িত হয়েছেন, তাদের কথা অন্তর্ভুক্ত করা হবে।"
এসআর
মন্তব্য করুন: