জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
ড. ইউনূস বলেন, “স্থানীয় সরকার যেন প্রকৃতপক্ষে স্থানীয় অধিকার প্রতিষ্ঠা করতে পারে, সে লক্ষ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একইসঙ্গে, জাতীয় নির্বাচনেরও প্রক্রিয়া এগিয়ে চলছে।”
বৈঠকে ড. ইউনূস দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সরকারের গৃহীত পরিকল্পনা তুলে ধরেন।
তিনি দুর্নীতি প্রতিরোধ, জ্বালানি রূপান্তর, সুন্দরবনের ম্যানগ্রোভ বন রক্ষা এবং নদী ব্যবস্থাপনা উন্নত করার জন্য ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহায়তা চান। এছাড়া, পূর্বাঞ্চলীয় জনগোষ্ঠীর উন্নয়নে চট্টগ্রাম বন্দরে নতুন সুযোগ-সুবিধা নির্মাণ এবং উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনায় সহযোগিতা চেয়েছেন।
ড. ইউনূস বলেন, পূর্বাঞ্চলের উন্নয়ন শুধু বাংলাদেশ নয়, বরং পূর্ব ভারত ও মিয়ানমারকেও উপকৃত করবে। অন্তর্বর্তী সরকার সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেন, “আমরা এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা ও উন্নয়ন পরিকল্পনাকে সমর্থন করি।
এই লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তিগত দক্ষতা ও সহায়তা নিশ্চিত করা হবে।”
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: