বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বর্তমানে বাজারে চালের কোনো ঘাটতি নেই এবং আমাদের নিজস্ব মজুদেও কোনো সমস্যা নেই।
স্থানীয় উৎপাদনও পর্যাপ্ত রয়েছে, এবং বর্তমানে আমরা আমনের ভরা মৌসুমে রয়েছি। তাই এই মুহূর্তে চালের দাম বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শেখ বশিরউদ্দীন আরও বলেন, "আমরা খোঁজার চেষ্টা করছি কেন এই দাম বৃদ্ধি হচ্ছে, তবে আমাদের কাছে এটি অযৌক্তিক মনে হচ্ছে। আশা করি, কিছুদিনের মধ্যে দাম নেমে আসবে।"
তিনি জানান, বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে এবং খুচরা পর্যায়ে যে মূল্য বৃদ্ধি হয়েছে, পাইকারি পর্যায়ে তার চেয়ে অনেক বেশি।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, "আমাদের উদ্দেশ্য হল আমদানির মাধ্যমে বাজারের অবস্থা উন্নত করা। গত কয়েক মাসে আমরা আলুর দাম নিয়ন্ত্রণে আনতে আমদানির উদারীকরণ করেছি, এবং এর ফলস্বরূপ আলুর দাম অনেক কমে এসেছে। আমার মনে হচ্ছে, এই মুহূর্তে চালের বাজারে সাময়িক মজুদদারী হচ্ছে, যা অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছে।"
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং টিসিবির চেয়ারম্যানের সঙ্গে বসেছিল এবং বাজারে সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমদানিকেন্দ্রিক ব্যবস্থা গ্রহণ করছে। "আমরা ব্যাপক আমদানির প্রস্তুতি নিচ্ছি, যার ফলে স্থানীয় বাজারে চালের দাম কমবে," বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালসহ টিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: