‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আজ বুধবার থেকে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
এই কর্মসূচির আওতায় আগামী ৭ দিন দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে জানান, ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও জনসংযোগ পরিচালিত হবে। প্রতিদিন নির্ধারিত জেলা ও এলাকাগুলিতে এই কর্মসূচি বাস্তবায়িত হবে, আর ঢাকা মহানগরে সপ্তাহজুড়ে চলবে জনসংযোগ কর্মসূচি।
জাহিদ আহসান আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি চালাবেন, যা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আগামী ৮ জানুয়ারি, ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা, চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ হবে।
৯ জানুয়ারি, খাগড়াছড়ি, রংপুর মহানগর, বরিশাল মহানগর, ফেনী, ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, নাটোর, কুষ্টিয়া ও সুনামগঞ্জে লিফলেট বিতরণ হবে।
১০ জানুয়ারি, নারায়ণগঞ্জ মহানগর, লক্ষ্মীপুর, নেত্রকোনা, ঝালকাঠি, মেহেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার ও গোপালগঞ্জে লিফলেট বিতরণ হবে।
১১ জানুয়ারি, চট্টগ্রাম মহানগর, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা মহানগর, জামালপুর, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাজীপুর জেলা, নওগাঁ ও হবিগঞ্জে লিফলেট বিতরণ হবে।
১২ জানুয়ারি, সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাক্ষ্মণবাড়িয়া, পিরোজপুর, নড়াইল, পাবনা, মাগুরা ও লালমনিরহাটে লিফলেট বিতরণ হবে।
১৩ জানুয়ারি, রাজশাহী মহানগর, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, বান্দরবান, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি ও বগুড়ায় লিফলেট বিতরণ হবে।
সবশেষ, ১৪ জানুয়ারি, নারায়ণগঞ্জ মহানগর, শেরপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট, পঞ্চগড়, নোয়াখালী, খুলনা জেলার যশোর, গাজীপুর মহানগর ও ফরিদপুরে লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম চলবে।
আগামী ৭ দিন দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এ কর্মসূচি সফলভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।
এসআর
মন্তব্য করুন: