দেশের ২ বিভাগে বৃষ্টির সম্ভাবনা এবং তাপমাত্রায় কমতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী দিনে তীব্র শীতের অনুভূতি বাড়তে পারে, পাশাপাশি দেশের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং তা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা অথবা গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে তা অপরিবর্তিত থাকবে।
বুধবার (৮ জানুয়ারি) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় আবারও হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
এসআর
মন্তব্য করুন: