[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, মুসল্লিদের মধ্যে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫ ১০:০১ পিএম

ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার (৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর মুসল্লিরা ডিজিটাল বোর্ডে অস্বাভাবিক এই লেখা দেখতে পান।

বিষয়টি নজরে আসার পর তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

মসজিদের ইমাম জানান, “মাগরিবের নামাজের পর এই লেখাটি প্রথম দেখা যায়। বোর্ডটি হ্যাকিংয়ের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আমরা তাৎক্ষণিকভাবে এটি সংশোধনের চেষ্টা করেছি।” তিনি আরও জানান, এর আগে বোর্ডে শুধুমাত্র মসজিদের নামই প্রদর্শিত হতো।

ঘটনার পরপরই স্থানীয়রা দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা এ ধরনের ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর