রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার এনবিআরের ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেল যানজট নিরসন এবং কর্মঘণ্টা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এটি সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব, নিরাপদ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা। তাই মেট্রোরেল সেবাকে আরও সাশ্রয়ী করে তুলতে এর টিকিটের ওপর আরোপিত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬(৩) অনুযায়ী এই ভ্যাট অব্যাহতি কার্যকর করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং এটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল চালু হয়। পরবর্তীতে এর সেবা মতিঝিল পর্যন্ত বাড়ানো হয়। যাত্রীদের জন্য কোনো ক্লাস বা শ্রেণি নির্ধারণ না করে একক ভাড়ায় যাতায়াতের সুযোগ রাখা হয়েছে।
বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান থাকলেও মেট্রোরেলের মালিকানা প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুরোধে শুরু থেকেই এই সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি। নতুন এই সিদ্ধান্ত মেট্রোরেলের জনপ্রিয়তা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: