জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলা মটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচির ঘোষণা দেন।
হাসনাত আবদুল্লাহ জানান, ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী, এবং প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে কমিটি।
জনগণের মধ্যে বিপ্লবের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।
তিনি বলেন, "জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। আমরা চাই, সরকার বিষয়টি দ্রুত কার্যকর করবে। আলোচনা এবং অংশগ্রহণের মাধ্যমে এটি বাস্তবায়ন সম্ভব।"
তিনি আরও বলেন, "আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে আমাদের দাবি হলো, জনগণের অধিকার এবং স্বার্থ রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।"
সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদ সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, "ফ্যাসিবাদ সরকার মানুষের টুটি চেপে ধরেছিল। আমাদের লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঘোষণাপত্র বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।
এসআর
মন্তব্য করুন: