শুক্রবার (৩ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারের একটি স্থান।
সিলেটের স্থানীয় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
এ সময় আতঙ্কিত হয়ে অনেক মানুষ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, ‘সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।
উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারে অবস্থিত। এর প্রভাবে রাজধানী এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।’
আবহাওয়া অধিদপ্তর সতর্কতামূলক বার্তায় সবাইকে ভূমিকম্পের পরবর্তী সম্ভাব্য কম্পনের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: