তদবির ও অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে সচিবদের কাছে আধা-সরকারি পত্র পাঠিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তদবির ও অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে সচিবদের কাছে আধা-সরকারি পত্র পাঠিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম
পত্রে তিনি উল্লেখ করেন, তার নাম বা আত্মীয় পরিচয় ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক এবং তার সুনাম ক্ষুণ্ন করছে।
পত্রে উপদেষ্টা জানান, তার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ-সংবলিত আবেদন জমা দেওয়া হচ্ছে। এ ধরনের অনৈতিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ তার নাম বা আত্মীয় পরিচয় ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার নির্দেশ দিয়েছেন তিনি।
যদি কোনো দপ্তর বা সংস্থায় এ ধরনের তদবির বা জালিয়াতির ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) র হ ম আলাওল কবিরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের চলমান কার্যক্রমে সফলতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নৈতিকতা ও সততার সঙ্গে কাজ করার অনুরোধ করেছেন উপদেষ্টা।
এই নির্দেশনা সরকারি দপ্তরসমূহে স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: