[email protected] বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

ভোটার তালিকার খসড়া প্রকাশ, নতুন ভোটার যুক্ত হচ্ছে ১৮ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫ ১২:০৮ পিএম

ফাইল ছবি

নতুন ভোটারদের অন্তর্ভুক্তির মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।

এতে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ভোটার তালিকা খসড়া প্রকাশ উপলক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি জানান, দাবী, আপত্তি ও নিষ্পত্তি প্রক্রিয়া শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে দেশের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

গত ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখের বেশি। ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হবেন, তাদের অন্তর্ভুক্তির জন্য এই হালনাগাদ কার্যক্রম পরিচালিত হয়েছে।

নতুন কমিশন, যেটির নেতৃত্ব দিচ্ছেন এ এম এম নাসির উদ্দীন, ভোটার তালিকা হালনাগাদ শেষে বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া এবং ভোটারযোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করার কাজ করবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর