[email protected] শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সে বিষয়ে সিদ্ধান্ত আজ জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫ ১০:০৫ এএম

ফাইল  ছবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়ে দিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে।

আজ, ২ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৩টায় বেসরকারি এলপিজির দাম সমন্বয় এবং অটোগ্যাসের দাম ঘোষণা করা হবে।

বিইআরসি এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো জানুয়ারির (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করা হবে।

২০২৪ সালে চার দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম কমলেও, সাত দফায় দাম বৃদ্ধি পেয়েছিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বেড়েছিল, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম কমানো হয়েছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর