[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের দাবি আখতার হোসেনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ৬:১৮ পিএম

ফাইল  ছবি

আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে আখতার এই দাবি করেন।

আখতার হোসেন বলেন, "এ দেশের জনগণ এক নতুন বাংলাদেশ চায়, তারা নতুন সংবিধান চায় এবং সংস্কার চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজন ঘোষণা করেছিলেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয়। এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়।"

তিনি আরও বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে।"

আখতার হোসেন বলেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরাই নতুন সংবিধান তৈরি করবে। এই নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যেখানে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধন করবেন। বাংলাদেশের জনগণের অনেক দাবি রয়েছে, এবং যারা আগামী নির্বাচনে জয়ী হবেন, তাদের দায়িত্ব হবে সেসব দাবি পূরণ করা।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর