সরকার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি মাস থেকে তাদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা হবে এবং জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
সোমবার, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা ২৫,০০০ টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত ২৩ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জুলাই মাস থেকে চিকিৎসকদের ভাতার পরিমাণ আরও বাড়িয়ে ৩৫,০০০ টাকা করা হবে, যা ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে। অর্থাৎ, ১ জুলাই ২০২৫ থেকে নতুন ভাতা কার্যকর হবে।
এর আগে, গত রোববার (৩০ ডিসেম্বর) বিকালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। বৈঠকে চিকিৎসকদের ভাতা বাড়ানোর বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের অন্য একটি গ্রুপের চাপের মুখে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর শাহবাগ মোড়ে ভাতা বৃদ্ধির দাবিতে চিকিৎসকরা বিক্ষোভ করেছিলেন, এবং তখনই সরকার পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা দেয়।
এসআর
মন্তব্য করুন: