বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো একটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে গেছে।
রোববার (২৯ ডিসেম্বর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় রিকশা, ভ্যান ও অটোচালক দলের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রিজভী বলেন, ৫ আগস্টের পর ইসলামী ব্যাংক আত্মসাৎ করেছে একটি রাজনৈতিক দল।
জনগণ এই আত্মসাতের ঘটনা প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনার আমলে ব্যাংক লুটপাটের ঘটনা ঘটেছে, আর এরপর একটি দলের অনুসারীরা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। জনগণ এখন বুঝতে পারছে কারা পায়ের রগ কেটে, কারা চাঁদাবাজি করে। এসব কর্মকাণ্ডের পেছনের গোষ্ঠী সম্পর্কে জনগণ স্পষ্ট ধারণা রাখে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, “গণতন্ত্রমনা শক্তির মধ্যে বিভাজন ঘটিয়ে কয়েকটি দল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। কিন্তু জনগণ জানে কারা দেশপ্রেমিক, কারা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে।”
ব্যাংক খাতের দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে রিজভী বলেন, “শেখ হাসিনার আমলে ব্যাংক লুটপাটের পর আমরা দেখেছি, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের অনুসারীরা ইসলামী ব্যাংক দখল করেছে। এখন চাঁদাবাজি বন্ধের কথা বলে, কিন্তু নিজেদের অপকর্ম ঢাকতে ব্যর্থ হচ্ছে।”
তিনি আরও বলেন, “বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। অথচ বিভিন্ন জেলায় টার্মিনাল দখল, সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও টেন্ডার ভাগাভাগিতে কারা জড়িত, তা জনগণ ভালোভাবেই জানে।”
জামায়াতের নাম উল্লেখ না করে রিজভী বলেন, “ঘোলা পানিতে মাছ শিকার করে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে।
১৯৭১ ও ১৯৯০ সালের গৌরবময় অধ্যায় বিএনপির। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, যা আমাদের গৌরবের ইতিহাস।”
স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “বিএনপি স্বৈরাচার এরশাদের অধীনে কোনো নির্বাচনে অংশ নেয়নি।
খালেদা জিয়া সেদিন বলেছিলেন, কোনো স্বৈরাচারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এখন যারা ইসলাম নিয়ে রাজনীতি করেন, তাদের বারবার অবস্থান পরিবর্তন এবং দ্বিচারিতা স্পষ্ট।
রুহুল কবির রিজভী ইসলামী ব্যাংক দখল ও রাজনৈতিক বিভাজনের মাধ্যমে ক্ষমতা দখলের অভিযোগ তুলে বর্তমান সরকারের কার্যক্রমের কড়া সমালোচনা করেন।
এসআর
মন্তব্য করুন: