[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪ ১:৪৭ এএম
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১:৪৮ এএম

ফাইল ছবি

সংসদ নির্বাচনে দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরা।

পাশাপাশি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য ১% ভোটারের সমর্থন সংগ্রহের বাধ্যবাধকতা বাতিল এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা ও বেতন বন্ধের প্রস্তাবও উত্থাপন করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়।

প্রধান প্রস্তাবসমূহ: দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধকরণ,  জাতীয় স্বার্থ রক্ষায় সংসদ সদস্যপদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব বা পাসপোর্টধারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা উচিত, স্বতন্ত্র  প্রার্থীর বাধ্যবাধকতা বাতিল, বর্তমানে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে ১% ভোটারের স্বাক্ষর সংগ্রহের নিয়ম রয়েছে। এই বিধানকে অযৌক্তিক বলে বাতিলের প্রস্তাব দেওয়া হয়। শুল্কমুক্ত গাড়ি ও বেতন সুবিধা বাতিল: সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা ও বেতন বন্ধ করে রাষ্ট্রীয় ব্যয়ের সুষ্ঠু ব্যবহারের আহ্বান জানানো হয়।

প্রস্তাবদাতাদের মধ্যে ছিলেন আইনজীবী এম সরোয়ার হোসেন, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. আতিকুর রহমান, আইনজীবী আজমল হোসেন, মেজর (অব.) আহমদ কবির বিশ্বাস, মেজর (অব.) হারুন অর রশিদসহ অন্যান্য সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য জেসমিন টুলী, আব্দুল আলীম, নাদিয়া নিভিন ও সাদিক আল আরমান।

কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, "তুলে ধরা প্রস্তাবগুলো নির্বাচনব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে পর্যালোচনা করা হবে।

প্রস্তাবিত এই পরিবর্তনগুলো জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর