[email protected] বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের’ ঘোষণা দেবেন সমন্বয়করা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪ ১:০৫ এএম

ফাইল ছবি

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আসছে ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন।

ফেসবুকে ইতোমধ্যেই এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারী তার এক পোস্টে লিখেছেন, ‘অল আইজ অন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, বিকাল তিনটা।’
কমিটির সদস্য সচিব আখতার হোসেনও তার স্ট্যাটাসে ইঙ্গিত দেন, ‘এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশাআল্লাহ!’

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম লিখেছেন, ‘৩১ ডিসেম্বর! শহীদ মিনার, বিকাল ৩টা। এখনই সময়, বাংলাদেশের জন্য...’
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পোস্ট করেছেন, ‘কমরেডস, নাউ অর নেভার।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘প্রোক্লামেশন অব জুলাই রেভ্যুলেশন। ৩১ ডিসেম্বর, শহীদ মিনার। বিকাল তিনটায়।’

ছাত্র আন্দোলনের অন্যতম নেতারা, যেমন আবদুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, এবং রিফাত রশিদও তাদের পোস্টে বারবার উল্লেখ করেছেন, ‘অল আইজ অন ৩১ ডিসেম্বর। নাউ অর নেভার।’

ফেসবুকজুড়ে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুধু সমন্বয়করাই নন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও পোস্টের মাধ্যমে ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

জানা গেছে, ওই দিন বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের বিরুদ্ধে তাদের পরিকল্পনা ও জুলাই বিপ্লবের আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর