[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

সচিবালয়ের অস্থায়ী প্রবেশ পাশ বাতিল, সাংবাদিকদের প্রবেশও স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:১৯ এএম

ফাইল ছবি

সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বেসরকারি ব্যক্তিবর্গের জন্য ইস্যুকৃত সব ধরনের অস্থায়ী প্রবেশ পাশ বাতিল করা হয়েছে।

একইসঙ্গে, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে প্রবেশও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী প্রবেশ পাশ এবং সরকারি কর্মকর্তাদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাশ ছাড়া অন্য সব ধরনের প্রবেশ পাশ বাতিল করা হয়েছে।

বাতিলকৃত ক্যাটাগরির প্রবেশাধিকার প্রাপ্ত ব্যক্তিরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে (১৫ আব্দুল গণি রোড, ঢাকা) স্থাপনকৃত বিশেষ সেলে নতুন করে অস্থায়ী প্রবেশ পাশের জন্য আবেদন করতে পারবেন।

এ নির্দেশনা কার্যকর হওয়ায় সচিবালয়ে প্রবেশাধিকার আরও কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে বলে আশা করা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর