[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১

"চাঁদপুরে ৭ খুন: বিচারের দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি"

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:১২ এএম

ফাইল  ছবি

চাঁদপুরে ‘এমভি আল বাখেরা’ পণ্যবাহী জাহাজে সাতজন খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারসহ নানা দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা।

এই কর্মবিরতির ফলে রাত ১২টা থেকে দেশের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম জানিয়েছেন, "এমভি আল বাখেরা" জাহাজে সাতজন খুন হওয়ার প্রতিবাদে তারা কর্মবিরতি শুরু করেছেন। তিনি আরও বলেন, "এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সাথে অন্য কারা জড়িত ছিল, প্রশাসনের কাছে তার সঠিক তদন্তের দাবি জানাই।"

শাহ আলম বলেন, "দেশব্যাপী ১০ হাজার ছোট পণ্যবাহী নৌযান এবং লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানাচ্ছি। নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি করছি। এছাড়া, দেশের নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। তাই এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে।"

চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, "এটি একটি ব্যক্তিগত আক্রোশের ঘটনা ছিল। নদীতে নৌযানগুলোর নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। নৌপুলিশ এবং কোস্টগার্ড সবসময় সতর্ক রয়েছে।"

এদিকে, গ্রেফতার হওয়া আকাশ মন্ডল (ইরফান) এর কাছ থেকে আরও তথ্য বের করার চেষ্টা চলছে, জানান চাঁদপুর নৌপুলিশ। গত ২৩ ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর এলাকায় "এমভি আল বাখেরা" জাহাজে সাতজনকে কুপিয়ে খুন করা হয়। পরদিন ২৪ ডিসেম্বর রাতে, বাগেরহাটের চিতলমারিতে আত্মগোপন থাকা আকাশ মন্ডলকে গ্রেফতার করা হয়। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়।

এ ঘটনায় প্রশাসন এবং নৌযান শ্রমিকদের মধ্যে চাপানউতোর চলছে, এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জোরালো হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর