[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১

সচিবালয়ে অগ্নিকাণ্ড:

ষড়যন্ত্রকারীদের ছাড় নয়—উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ৫:২৫ পিএম

বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।” 

উত্তরবঙ্গের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে ঢাকায় ফিরে এসে তিনি অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি এবং এর সম্ভাব্য কারণ সম্পর্কে জানতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপদেষ্টা জানান, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট ও দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। এই অগ্নিকাণ্ড কোনো ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটনের জন্য একটি মন্ত্রণালয়ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। প্রাথমিক পর্যায়ে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করবে বলে জানান তিনি।

সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের ঘটনা সরকারের চলমান কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন উপদেষ্টা। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “জনগণের স্বার্থে সরকারের কোনো উদ্যোগকে ব্যর্থ করতে দেওয়া হবে না।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর