[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

সচিবালয়ে অগ্নিকাণ্ড: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ২:৩১ পিএম

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

১. জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়) ২. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়) ৩. স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়) ৪. ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি ৫. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি ৬. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়)।

তদন্ত কমিটিকে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনের পাশাপাশি দুর্ঘটনার জন্য কারও ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করার দায়িত্বও দেওয়া হয়েছে।

কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ভবনের আট ও নয়তলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত তদন্ত ও সুপারিশ কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর