protidinerbangla22@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

সচিবালয়ে অগ্নিকাণ্ড: কঠোর হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:১৯ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট ও নয়তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে যে বা যারা জড়িত, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আগুনের পেছনে যে ষড়যন্ত্র আছে, তা তদন্ত করে বের করা হবে।

পোস্টে আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন, তার মন্ত্রণালয় বিগত সময়ে কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণ নিয়ে কাজ করছিল।

এই অগ্নিকাণ্ড আমাদের কাজ ব্যাহত করার ষড়যন্ত্র কিনা, তা তদন্তে বের করা হবে। আমি বর্তমানে নীলফামারীতে আছি, তবে দ্রুত ঢাকায় ফিরছি। 

সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এ ঘটনায় একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, আগুনের পেছনে কোনো ষড়যন্ত্র বা নাশকতার যোগসূত্র রয়েছে কিনা, তা তদন্তের আগে বলা যাবে না। তবে তদন্তে যা কিছু উঠে আসবে, তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, রাত ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এখানে বড় গাড়ি প্রবেশে সীমাবদ্ধতা ছিল, যা কাজে বিঘ্ন ঘটিয়েছে। তবে দ্রুত সাড়া দেওয়ার কারণে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

অগ্নিনির্বাপণের সময় এক ফায়ার ফাইটার দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

ক্ষতিগ্রস্ত ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, এবং সড়ক পরিবহন সেতু বিভাগের কার্যক্রম পরিচালিত হতো।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর