[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

সচিবালয়ে অগ্নিকাণ্ড: নাশকতা কিনা জানতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:০৪ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় ষড়যন্ত্র বা নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এই অগ্নিকাণ্ড ষড়যন্ত্রের অংশ কিনা বা এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য রয়েছে কিনা, তা এখনই বলা সম্ভব নয়। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। তদন্তের জন্য একটি শক্তিশালী কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও তীব্রতা বাড়লে একে একে আরও ১৮টি ইউনিট যোগ দেয়। দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্ত কমিটি গঠনের পর দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন চাওয়া হবে। এ ঘটনায় কারও অবহেলা বা ষড়যন্ত্র প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সচিবালয়ের ৭ নম্বর ভবনের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করা হচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানতে তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর