[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সচিবালয়ের আগুন সাড়ে তিন ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ৬:৫১ এএম

ফাইল  ছবি

বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ঢাকা সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এর কিছুক্ষণ পরেই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম চালায়।

এদিকে প্রায় সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ভোর ৫টার পর ফায়ার সার্ভিস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায়, সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আগুনের শিখা উড়ে যাচ্ছে। বাইরে থেকেও আগুনের তীব্রতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মোতায়েন করা হয়। তিন বাহিনীর সদস্যরা এখন সচিবালয় এলাকায় নিরাপত্তা প্রদান করছে এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেন, তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রদান করতে পারেননি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর