[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

কাল ভারত থেকে আসছে ২৪ হাজার ৬৯০ টন চাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪ ৬:১৮ পিএম

ফাইল ছবি

ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান আগামীকাল (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

প্রথম চালানে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল আনা হচ্ছে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভারত থেকে আমদানি করা প্রথম চালান।

বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজটি আগামীকাল সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। বন্দরে পৌঁছার পর চালের নমুনা সংগ্রহ এবং ভৌতপরীক্ষা শেষে দ্রুত খালাস কার্যক্রম শুরু হবে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম বলেন, “ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল বৃহস্পতিবার দেশে পৌঁছাবে। এটি ১১ নভেম্বর স্বাক্ষরিত ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আনা প্রথম চালান।”

চালের খালাস ও বিতরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দেশের খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

ভারত থেকে চাল আমদানির মাধ্যমে দেশের খাদ্য মজুদ আরও সমৃদ্ধ হবে এবং এটি বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর