[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় সোহেল তাজের নিন্দা ও বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪ ১২:৪৬ এএম

ফাইল ছবি

বীর মুক্তিযোদ্ধা কানুকে জনসমক্ষে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন,
“আমাদের মহান মুক্তিযুদ্ধ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের পরিচয়ের ভিত্তি। মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করছি।

গত ২২ ডিসেম্বর দুপুরে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়।

রাতে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। সচেতন মহল দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় চৌদ্দগ্রাম থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার (২৩ ডিসেম্বর) রাতে পাঁচজনকে আটক করে। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সারা দেশে মুক্তিযোদ্ধাদের অবমাননার এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। সংশ্লিষ্টরা দ্রুত বিচার কার্যকর করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মর্যাদা রক্ষার দাবি জানিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর