জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রেলের দুটি প্রকল্পসহ মোট ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে।
এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা থেকে ৩৩১ কোটি ৩২ লাখ টাকা সরবরাহ করা হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
অনুমোদিত প্রকল্পগুলো
১. চিলমারি এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারি এবং নয়াহাট) নদী বন্দর নির্মাণ।
২. আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প।
৩. কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ।
৪. অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন, পুনঃবাগান সৃজন এবং রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন।
৫. ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ৬০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন প্রসেস প্লান্ট সংগ্রহ ও স্থাপন।
৬. রশিদপুর-১১ নং কূপ খনন।
৭. ২ডি সাইসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ৭ এন্ড ৯।
৮. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৬০টি ডে-কেয়ার সেন্টার।
৯. বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন।
১০. বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রকল্পগুলো লেভেল ক্রসিং গেইটে গেইটকিপার নিয়োগ এবং মানোন্নয়নের মাধ্যমে দুর্ঘটনা হ্রাস ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।
বাতিল হওয়া প্রকল্প
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক (মৌলভীবাজার) প্রকল্প বাতিল করা হয়েছে। এ বিষয়ে ড. মাহমুদ বলেন, প্রকল্পটি সংরক্ষিত বনভূমির ভেতরে হওয়ায় এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
চিলমারি বন্দর প্রকল্পের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, এতদিন এ প্রকল্পে কাজ না হলেও সংশোধিত প্রস্তাবনায় এটি অনুমোদন দেওয়া হয়েছে। সব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: