[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

বিডিআর বিদ্রোহের তদন্তে কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪ ২:৪৮ পিএম

ফাইল ছবি

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তিনি জানান, গত রোববার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা কমিশনের প্রতিষ্ঠা বিষয়ে স্বাক্ষর করেছেন।

এ সময় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সাথে যোগাযোগ করে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে চিঠি দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত নেওয়া যাবে।

রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে রোহিঙ্গাদের প্রবেশ ঠেকানোর বিষয়ে বাংলাদেশের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি জানান, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া হবে না, তবে অসুস্থ রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হচ্ছে। তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন, তা একটি ভুল উচ্চারণ ছিল; আসলে গত দেড় থেকে দুই বছরের মধ্যে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোহিঙ্গা প্রবেশের ব্যাপারে সাংবাদিকদের বলেন, সীমান্তে দুর্নীতি একটি বাস্তবতা, যা অস্বীকার করা যায় না। তিনি জানান, রোহিঙ্গারা বিভিন্ন সীমান্ত দিয়ে দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে, এবং এই প্রবাহকে থামানো খুব কঠিন হয়ে পড়েছে। তবে, তিনি আশাবাদী যে, আর কোনো বড় ঢল আসবে না, যদিও এই আশঙ্কা সব পক্ষেরই রয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় এই ঢল ঠেকানোর ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এদিকে, কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের হেনস্তা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর