[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪ ৩:৪৯ পিএম

ফাইল ছবি

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঠেকানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদের সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “আমি নিশ্চিত করছি, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না।

আমাদের তরুণ প্রজন্ম ধর্ম নিয়ে নিরপেক্ষ। তারা একটি নতুন, শক্তিশালী বাংলাদেশ গড়তে চায়। এই তরুণরা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব বদলে দেওয়ার সক্ষমতা রাখে। বাংলাদেশ যা অর্জন করেছে, তা তারই প্রমাণ।

স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশ দ্য ইকোনমিস্ট কর্তৃক ২০২৪ সালের বর্ষসেরা খেতাব অর্জন করে। এ অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত জানতে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকার নেয় সাময়িকীটি।

২০২৫ সালের নির্বাচনের পর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ড. ইউনূস বলেন, “আমার কাজ আমাকে জোর করে দেওয়া হয়েছে।

আমি প্যারিসে আমার নিজের কাজে ব্যস্ত ছিলাম। আমাকে ডেকে আনা হয়েছে দায়িত্ব পালনের জন্য। আমার দায়িত্ব শেষ হলে আমি আমার আগের কাজে ফিরে যেতে চাই, যা আমি সারা জীবন ধরে উপভোগ করেছি। তরুণরা এটিকে পছন্দ করে, এবং আমি তাদের নিয়ে কাজ করতে ভালোবাসি।”

তরুণদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের উচিত তরুণ-তরুণীদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করা। বিশেষ করে তরুণীদের। তারা দেশের সাম্প্রতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তিন তরুণ বর্তমানে আমার ক্যাবিনেটে আছেন এবং তারা অসাধারণ কাজ করছেন। এ প্রজন্ম আগের প্রজন্মের মতো নয়। তারা আধুনিক, দক্ষ, এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষমতা রাখে।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর