[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

এ এফ এম হাসান আরিফ আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪ ৮:১৪ পিএম

ফাইল ছবি

প্রখ্যাত আইনজীবী এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু নিশ্চিত করেছেন সহকারী একান্ত সচিব মো. আবেদ চৌধুরী।

১৯৪১ সালে কলকাতায় জন্ম নেওয়া এ এফ এম হাসান আরিফ সেন্ট জেভিয়ার্স কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সম্পন্ন করেন।

কর্মজীবনে তিনি ১৯৬৭ সালে ভারতের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন এবং পরে ঢাকায় বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমি, ধর্ম, এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

আইনজীবী হিসেবে তিনি বাণিজ্যিক সালিশ, করপোরেট আইন, সাংবিধানিক আইন এবং বিকল্প বিরোধ সমাধানসহ নানা ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যুতে দেশে আইন পেশার এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর