গত জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক জিজ্ঞাসাবাদে পলক এই তথ্য প্রদান করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, "ইন্টারনেট বন্ধের মাধ্যমে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।"
চিফ প্রসিকিউটর আরও জানান, সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "যারা জুলাই গণহত্যার বিচারে বাধা সৃষ্টি করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।"
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এসপি আব্দুল্লাহেল কাফিকে ২৬ ডিসেম্বর, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে ২৫ ডিসেম্বর এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩০ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: