[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪ ৩:৪১ পিএম

লোগো

সরকার 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই অধিদপ্তর গঠিত হবে।

আজ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই অধিদপ্তরের মূল উদ্দেশ্য হবে:

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ।

শহীদ পরিবারের সদস্যদের এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসন।

গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনা রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করা।

এই উদ্যোগের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে আরও সুসংহত করার পাশাপাশি জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে যথাযথভাবে সংরক্ষণ করা হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর