জনপ্রশাসনে উপসচিব ও যুগ্মসচিব পদে পরীক্ষা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, “পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরীক্ষা নেবে এবং এই পরীক্ষায় ন্যূনতম ৭০ নম্বর না পেলে কোনো কর্মকর্তা পদোন্নতি পাবেন না। উপসচিব ও যুগ্মসচিব পর্যায়ে এ পদ্ধতি কার্যকর করা হবে। তবে সচিব পর্যায়ের জন্য এ পরীক্ষা প্রযোজ্য হবে না।”
আবদুল মুয়ীদ আরও জানান, পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য বাকি ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করা হয়েছে। বর্তমানে প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কোটা রয়েছে।
এছাড়াও তিনি বলেন, চাকরির জন্য প্রচলিত পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিলের সুপারিশ করবে কমিশন। পাশাপাশি ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে ঘোষণা করার প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হবে।
কমিশনের সুপারিশ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারকে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় মতবিনিময় সভায় কমিশনের সদস্য মোখলেস উর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: