[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

চব্বিশের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪ ৬:৪৭ পিএম

ফাইল  ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, "১৯৭১ সালে স্বাধীনতা অর্জন হলেও সেই স্বাধীনতা ছিল অনিরাপদ।

তবে ২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।"

সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, "২০২৪ সালের বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।"

উপদেষ্টা নাহিদ ইসলাম মহান স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সকল মানুষের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ফ্যাসিজম ও আধিপত্যবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই প্রকৃত বিজয় দিবস। এর আগে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। এই স্বাধীনতা আমরা পেয়েছি, জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের বিনিময়ে। ৭১ থেকে ২৪, আমাদের সংগ্রাম চলমান। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যেতে চাই।"

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর