ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় দিবস না বলে, ভারতের বিজয় দিবস হিসেবে দাবি করেছেন।
সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই দাবি তোলেন, যা ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
মোদি’র এই দাবির পর প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ অনেকেই তার এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এখন এই তালিকায় যুক্ত হয়েছেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, “তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।” তিনি মোদির পোস্টটি নিজের ফেসবুক পোস্টে যুক্ত করে প্রতিবাদ জানিয়েছেন।
আসিফ নজরুলের এই প্রতিবাদ দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে, এবং মোদির মন্তব্যের প্রতি বিরোধী মহলের প্রতিক্রিয়া তীব্র হয়ে উঠেছে।
এসআর
মন্তব্য করুন: