[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪ ৩:২৭ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, “নিরপেক্ষ ও সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবো। এতে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হলো দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

সভায় সরকারি দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “আমরা সব দেশের সঙ্গে সম্মানের ভিত্তিতে সমতার সম্পর্ক চাই। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে, সুসম্পর্ক চাই, তবে সেটি দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে হতে হবে। এই নীতিতেই আমরা কাজ করে যাচ্ছি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম।

আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআই-এর উপদেষ্টা মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমডোর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার।

সরকারি কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর