[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪ ৫:০৮ পিএম

প্রয়াত কবি হেলাল হাফিজ

শুক্রবার (১৩ ডিসেম্বর) শাহবাগের সুপার হোস্টেলেএই অমর কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বর্তমানে তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রাখা হয়েছে।

কবি হেলাল হাফিজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

তিনি ফেসবুকে একটি পোস্টে জানান, "কবি হেলাল হাফিজ আর নেই। কিছুক্ষণ আগে তিনি মৃত্যুবরণ করেছেন।"

১৯৮১ সালে প্রকাশিত তার কবিতার বই যে জলে আগুন জ্বলে তাকে দেশের সাহিত্যে অমর করে তোলে।

তার কবিতার অন্যতম বিখ্যাত পংক্তি "এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়" একটি সময়ের অমর ধ্বনি হয়ে ওঠে, যা ১৯৮০ দশকের গণঅভ্যুত্থানে বিশাল প্রভাব ফেলে।

৭ অক্টোবর, ১৯৪৮ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করা কবি হেলাল হাফিজ ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন, বিশেষ করে গ্লুকোমা, কিডনি সমস্যা, ডায়াবেটিস এবং স্নায়ু জটিলতায় ভুগছিলেন। শারীরিকভাবে অসুস্থ থাকলেও, তার সাহিত্যকীর্তি যুগে যুগে জীবন্ত থাকবে।

প্রসঙ্গত, ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর