[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলার অভিযোগে ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪ ১১:২৯ পিএম

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুনের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ এমন মন্তব্য করার অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এই অভিযোগ ওঠে।

 

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান অভিযোগ করেন, “সম্প্রতি সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত শহীদ স্মরণ সভায় ইউএনও আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে আমার বক্তব্যের পর তিনি আমাকে ডেকে নিয়ে কৌশলে বলেন, ‘আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো’ (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)।”

 

এই অভিযোগের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেসুর রহমান তাৎক্ষণিকভাবে ইউএনও আল মামুনকে প্রত্যাহারের নির্দেশ দেন। তিনি ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যাকে নির্দেশ দিয়ে বলেন, “আজকের মধ্যে তাকে প্রত্যাহার করতে হবে। আমি মন্ত্রণালয়ে ফিরে তাকে সাসপেন্ড করব। এত দুঃসাহস? পরিবর্তিত সরকারের পেছনে যারা এখনো ইন্ধন দিচ্ছে, তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

অভিযোগের বিষয়ে ইউএনও আল মামুন তা অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি এমন কোনো কথা বলিনি। বৈঠকে বিএনপি-জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন। ওই ধরনের কথা বলার প্রশ্নই ওঠে না। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।”

 

মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

জনপ্রশাসনের শৃঙ্খলা রক্ষার বিষয়ে সরকারের এই পদক্ষেপকে অনেকেই প্রশংসা করেছেন, তবে ইউএনওর অভিযোগ অস্বীকারের কারণে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর