পার্বত্য জেলা পরিষদের প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটিতে আয়োজিত এক সভায় তিনি ভার্চুয়ালি যোগ দেন এবং পার্বত্য অঞ্চলের শিক্ষা, প্রযুক্তি ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “পার্বত্য জেলাগুলো প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর, যা বাংলাদেশের অন্যতম উন্নত অঞ্চল হতে পারতো। কিন্তু দুঃখজনকভাবে এগুলো এখনো পিছিয়ে রয়েছে। আপনারা ফসল, ফল-ফলাদি ও ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন, তবে দুর্গমতা ও যোগাযোগের সমস্যা এই অঞ্চলের উন্নয়নে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির প্রসার এই দুরত্ব কমিয়ে আনার একমাত্র উপায়।”
নারী ফুটবল দলের পার্বত্য অঞ্চল থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে এক বৈঠকের স্মৃতিচারণ করে ইউনূস বলেন, “বাংলাদেশের নারী ফুটবল দল বিশ্বজয় করেছে, এবং এই দলের অনেকেই আপনার এলাকার তরুণী। তারা কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও চ্যাম্পিয়ন হয়েছে। তাদের গল্প আমাদের প্রমাণ দেয় যে, পিছিয়ে থাকলে চলবে না, শুধু শারীরিক সীমাবদ্ধতা নয়, মনের সীমাবদ্ধতা দূর করতে হবে।”
এছাড়া, পার্বত্য অঞ্চলের তরুণদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করে তিনি বলেন, “আপনারা বিশ্ব ফুটবলে সাফল্য পেয়েছেন, এবার আপনাদের তরুণদেরও বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে। দুর্গম এলাকা কিংবা সীমাবদ্ধতা যতই থাকুক, মনের ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে সবকিছু জয় করা সম্ভব।”
জানুয়ারিতে অনুষ্ঠিতব্য "তারুণ্যের উৎসব"-এ পার্বত্য অঞ্চলের তরুণদের অংশগ্রহণের জন্য উৎসাহ দিয়ে তিনি বলেন, “এ উৎসব সবার জন্য, এর মধ্যে স্থানীয় খেলা, রচনা প্রতিযোগিতা, গান ও নাচ থাকবে। তরুণদের উৎসাহিত করুন যেন তারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়।”
পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থার সংস্কারের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, “দেশের শিক্ষাব্যবস্থা বর্তমানে সংকটে, এবং এই সংকট পার্বত্য অঞ্চলে আরো প্রকট। তবে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। এখানে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়ন করতে হবে, যাতে তরুণরা বড় শহরের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে।”
এতে যোগ করে তিনি বলেন, “পার্বত্য অঞ্চলের তরুণদের উন্নতি করতে হলে তাদেরকে লেখাপড়ার সুযোগ দিতে হবে, যাতে তারা শুধু স্থানীয় পর্যায়ে নয়, দেশের অন্যান্য অঞ্চলেও প্রতিযোগিতায় সফল হতে পারে।”
এসআর
মন্তব্য করুন: