[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

বাংলাদেশ-ভারতের সম্পর্কের টানাপড়েন, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪ ৭:০৬ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েনের কারণে উভয় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ‘‘সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সম্পর্কের উন্নতি কিভাবে ঘটানো যায়, তা নিয়ে কাজ করা প্রয়োজন।’’

তিনি আরও বলেন, ‘‘পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান রিজার্ভেশনের কারণে আঞ্চলিক সহযোগিতা ব্যাহত হয়েছে। প্রতিবছর সামিট আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে সাক্ষাৎ হচ্ছে না। সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরায় শুরু করা যেতে পারে।’’

এছাড়া, ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম পুনরায় শুরুর ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘‘ড. ইউনূসও চান যে সার্কের কার্যক্রম আবার শুরু হোক।’’

আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘‘পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পাশাপাশি স্ট্যান্ডিং কমিটির মিটিং আয়োজন করা হবে। আমরা দেশ ও স্বার্থ রক্ষায় একটি সফল সামিট আয়োজনের লক্ষ্যে কাজ করছি।’’

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর